তারিখ দেখে বার বের করার কৌশল। how to find any dayname in any year

আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকজানো এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কারণ, এই প্লাটফর্ম থেকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারেন।

আজ আমরা শিখবো কিভাবে ক্যালেন্ডারের সাহায্য ছাড়াই যে কোনো সালের যে কোনো তারিখ দেখে বার বের করার কৌশল। এজন্য প্রথমে আমাদের যেটা যানতে হবে সেটা হলো Odd day।



Odd day কিঃ
আমরা জানি ৩৬৫ দিনে এক বৎসর। এখন ৩৬৫ দিন কে ৭ দিন দিয়ে ভাগ করলে ৫২ সপ্তাহ হবে এবং ভাগশেষ ১ অবশিষ্ট থাকবে। অতিরিক্ত এই ১ দিনকে বলা হয় Odd day।

আবার আমরা সকলে যানি লিপিয়ার সালে এক বৎসর হয় ৩৬৬ দিনে। অর্থাৎ লিপিয়ার সালকে ৭ দিয়ে ভাগ করলে ভাগষেশ থাকবে ২। তারমানে দাড়ালো ১ টা নরমাল বছরে ১ টা odd day এবং ১ টা লিপিয়ার বছরে ২ টা Odd day

 normal year=1 odd day, leap year=2 odd day

এরপরে আমাদের একটা ছোট্ট সংখ্যা মনে রাখতে পারলে আমরা যেকোনো সালের বারের নাম বের করতে পারবো। মনে রাখতে হবে ৪০০ সালে থাকে ০(শূন্য)  Odd day, ৩০০ সালে থাকে ১ Odd day, 200 সালে থাকে ৩ Odd day ১০০ সালে থাকে ৫ Odd day এবং ২০ সালে থাকে ৪ Odd day। তাহলে সংখ্যা দাড়ালো। ০১৩৫৪


এবার একটা সহজ উদাহরন দেখে শিখে নিই

প্রশ্নঃ ১ লা এপ্রিল ২০১৬ সাল কি বার ছিলো?
এখন আমাদের এটার সমাধান করতে হলে যে সালের তারিখ বলা হয়েছে তার এক বছর আগের Odd day বের করতে হবে, এবং যে সালের যে তারিখ জানতে চাওয়া হয়েছে ঐ বছরের ঐ তারিখ কত তম দিন সেটা যোগ করতে হবে।

বিঃদ্রঃ কোন মাস কতদিনে হয়, পোস্ট এর শেষে মনেরাখার জন্য সহজ ট্রিকস থাকবে।

চলুন দেখে নেওয়া যাক সমাধান,
সুবিধানর জন্য উপরের চার্টি করে নিতে পারেন।

এখানে ২০১৬ সাল বলা হয়েছে তো আমরা ২০১৫ সালের Odd day বের করবো।
২০১৫= ৪০০★৫+১৫

নোটঃ ৫০০ এর সাথে ৫ গুন করলে ২০০০ সাল হয়ে গেলো তার সাথে ১৫ যোগ করলে হলো ২০১৫।

এখন আমরা জানি, ৪ বছর পরপর লিপিয়ার সাল গননা করা হয়,তাহলে ১৫ সালের মধ্যে কয়টা লিপিয়ার সাল আছে সেটি যানতে ১৫ কে ৪ দ্বারা ভাগ করবো, ১৫ এর ভিতর ৪ তিনবার যায় অর্থাৎ ১৫ টা সালের ভিতর ৩ টা আছে লিপ ইয়ার এবং ১২ টা নরমাল ইয়ার তাহলে,
২০০০= ৪০০★৫+১৫
=> ৪০০★৫+৩ লিপ+১২ নরমাল
=>০★৫ +৩★২+১২

নোটঃ আমরা আগেই বলেছি ৪০০ সালে ০(শূন্য) odd day। এবং একটা লিপিয়ারে থাকে ২ টা Odd day ও নরমাল ইয়ারে ১ টা করে Odd day।

তাহলে সমিকরন দাড়ালোঃ
৬+১২=১৮
আমরা ২০১৫ সালের মোট Odd day পেলাম ১৮ টা।
এখন আমরা ২০১৬ সালের ১ লা এপ্রিল পর্যন্ত কয়টা দিন তা যোগ করবো।

৩১+২৯+৩১+১=৯২ তমদিন
এখানে জানুয়ারি =৩১ দিন,২০১৬ লিপিয়ার হওয়ায় ফেব্রুয়ারি=২৯ দিন,মার্চ=৩১ দিন এবং এপ্রিলের ১ টা দিন। মোট ১ লা এপ্রিল ২০১৬ সাকের ৯২ তমদিন।


এখন আমাদের পুর্বে পাওয়া 2015 সালের Odd day এর সাথে ২০১৬ সালের ১ লা এপ্রিল কততম দিন তা যোগ করে নিতে হবে,অর্থাৎ ১৮+৯২=১১০

এখন ১১০ কে ৭ দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ৭ দিনে ১ সপ্তাহ। ১১০ কে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ৫ এই ভাগশেষ ই হচ্ছে বারের সংখ্যা।

চলুন কত ভাগশেষ থাকলে কি বার হবে জেনেনিঃ
Odd day এর ক্ষেএেঃ


0 = রবিবার, 1= সোমবার, 2=মঙ্গলবার, 3=বুধবার,4=বৃহস্পতিবার 5=শুক্রবার 6=শনিবার।
তাহলে উপরে আমাদের ভাগশেষ ছিলো ৫ অর্থাৎ ২০১৬ সালের ১ লা এপ্রিল ছিলো শুক্রবার।

নোটঃযদি কোনো সালকে ৪ দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ না থাকে তবে তাকে লিপ ইয়ার বছর বলে। কিন্ত যদি কোনো সালের শেষে দুটো শুন্য থাকে তাহলে ৪০০ দিয়ে ভাগ করতে হবে যদি ভাগশেষ না থাকে তাহলে তাকে লিপিয়ার বলে।
যেমনঃ২০০০ সাল লিপিয়ার কারন এটাকে ৪ বা ৪০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকেনা, কিন্ত ২১০০ সাল লিপিয়ার নয় কারন এটি ৪ দ্বারা বিভাজ্য হলেও ৪০০ দিয়ে ভাগকরলে ভাগশেষ থাকে।

চলুন আরেকটা উদাহরন দেখিঃ
১৪ই ফেব্রুয়ারি ১৯০৫ কি বার ছিলো?
অর্থাৎ আমরা ১৯০৪ সালের। Odd day বের করবো।
১৯০৪= ৪*৪০০+৩০০+৪
=>৪*০+১+১লিপ+৩ নরমাল
=>১+২+৩=৬

পূর্বে আমরা যেনেছি ১ লিপিয়া সমান ২ odd day এবং ১ নরমাল ইয়ার সমান ১ Odd day

এখন ১৪ ফেব্রুয়ারি ১৯০৫ সালের কততম দিন তা বের করবোঃ
৩১+১৪= ৪৫
এখন ১৯০৪ সালের Odd day এবং ১৯০৫ সালের ১৪ ফেব্রুয়ারি কততম দিন সেটা যোগ করে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকবে সেটাই হলো সপ্তাহের ঐবার। দুইটা যোগ করলে হয় ৫১ একে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ পাওয়া যাবে ২ অর্থা ঐ তারিখ ছিলো মঙ্গলবার।

চলুন আরো একটি তারিখ গাণিতিক ভাবে নির্নয় করি।

গত ২৫ নভেম্বর ২০১৯ তারিখ কি বার ছিলো?

তাহলে আমরা odd day বের করবো ২০১৮ এর অর্থাৎ
২০১৮= ৪০০*৫+১৮
=>৪০০*৫+৪+১৪ [ ১৮ টা সালের ভিতর ৪ টা লিপিয়ার এবং ১৪ টা নরমাল ইয়ার]
=> ৪০০*৫+৪*২+১৪
=>৮+১৪=২২ [ ৪০০ সালে ০ odd day প্রথমেই বলা হয়েছে]

অতএব আমার ২০১৮ সালে Odd day পেলাম ২২

এবার আমরা ২৫ নভেম্বর ২০১৯ সালের কততম দিন সেটা বের করবো,
৩১+২৮+৩১+৩০+৩১+৩০+৩১+৩১+৩০+৩১+২৫=৩২৯ তম দিন।

এখন ৩২৯ এর সাথে ২০১৮ সালের odd day যোগ করে,যোগ ফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষই হবে নিদৃষ্ট সংখ্যা অনুযায়ী বারের নাম,কিন্ত ভাগশেষ না থাকলে অর্থাৎ শুন্য হলে হবে রবিবার। ৩২৯+২২=৩৫১ এখন একে ৭ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে ১ অর্থাৎ সোমবার।
অতএব ২০১৯ সালের ২৫শে নভেম্বর সোমবার।

চলুন আগামীকাল ১৮ই মার্চ ২০২০ তারিখ কিবার নির্নয় করি
তাহলে আমরা odd day বের করবো ২০১৯ এর অর্থাৎ
২০১৯= ৪০০*৫+১৯
=>৪০০*৫+৪+১৫ [ ১৯ টা সালের ভিতর ৪ টা লিপিয়ার এবং ১৫ টা নরমাল ইয়ার]
=> ৪০০*৫+৪*২+১৫
=>৮+১৫=২৩ [ ৪০০ সালে ০ odd day প্রথমেই বলা হয়েছে]

অতএব আমার ২০১৯ সালে Odd day পেলাম ২৩

এবার আমরা ১৮ মার্চ ২০২০ সালের কততম দিন সেটা বের করবো,
৩১+২৯+১৮= ৭৮তম দিন।

এখন ৭৮ এর সাথে ২০১৯ সালের odd day যোগ করে,যোগ ফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষই হবে নিদৃষ্ট সংখ্যা অনুযায়ী বারের নাম,কিন্ত ভাগশেষ না থাকলে অর্থাৎ শুন্য হলে হবে রবিবার। ৭৮+২৩=১০১ এখন একে ৭ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে ৩ অর্থাৎ বুধবার।
অতএব ২০২০ সালের ১৮ই মার্চ বুধবার।

আসুন জেনেনি কোন মাস কত দিন হয়
আমরা অনেকে জানি বাংলা ও ইংরেজী মাসগুলো কত দিনে হয়ে থাকে আবার অনেকেই জানিনা । যাই হোক যারা জানিনা তাদের জানানোর মাধ্যমেই আমরা ধন্য হতে চাই ।

বাংলা মাস
'''''''''''

বাংলা বারো মাসের মধ্যে প্রথম পাঁচ মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত মাসগুলো একত্রিশ দিনে । আর বাকি মাস গুলি ত্রিশ দিনে হয় । কখনো এর.ব্যতিক্রম হয়না ।

ইংরেজী
---------

নিচের কবিতাটি মুখস্ত রাখুন ।
৩০ দিনে হয় মাস সেপ্টেম্বর
একইভাবে এপ্রিল , জুন আর নভেম্বর ।
২৮ দিনে মাস ফেব্রুয়ারী ধরে
এক দিন বাড়ে তার ৪র্থ বছরে ।
আর সব মাসগুলো ৩১ দিনে
এভাবেই ইংরেজী মাস গণে ।

শেষকথাঃএই লেখাটি থেকে উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং বেশি বেশি চর্চা করুন, পোস্ট কোথাও বুঝতে সমস্য হলে কমেন্ট বক্সে জানাবেন। এ ছাড়াও যে কোনো প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ