Facebook and Blogger Comment Multi Tab যুক্ত করুন আপনার ব্লগারে

আসসালামু আলাইকুম,আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি,মূল কথায় আসি, আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্লগে Multi Tab সিস্টেমের মাধ্যমে এক সাথে Facebook এবং Blogger দুটি কমেন্ট বক্স ব্যবহার করবেন। এর ফলে আপনার ভিজিটররা সহজে বুঝতে পারবে আপনার পোষ্টটির কোন ট্যাবে কতটি কমেন্ট করা হয়েছে।
ডেমো দেখতে চাইলে আমার ব্লগের যে কোন একটি পোষ্টের নিচের Comment Box হতে দেখে আসতে পারেন,অথবা নিচের ছবি দুটো দেখে নিন

কি ভাবে যুক্ত করতে হয়ঃ
প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করুন।এরপর Template > Edit Html এ ক্লিক করুন।তারপর কিবোর্ড হতে Ctrl+F চেপে <head> অংশটি সার্চ করে ঠিক তার উপরে নিচের কোডগুলি পেষ্ট করুন।
বিঃদ্রঃ যে কোনো কাজ করার পূর্বে টেমপ্লেট ব্যাকআপ করে নিন।

এবার </head> সার্চ করে ঠিক তার উপরে নিচের কোডগুলি পেষ্ট করুন।

এবার <div class='comments' id='comments'> সার্চ করে ঠিক তার নিচে নিচের কোডগুলি পেষ্ট করুন।

কাষ্টমাইজেশনঃ ফেইসবুক কমেন্ট বক্সের Width
পরিবর্তন করতে চাইলে উপরের 600 এর জায়গায় আপনার পছন্দ মত মাপ দিতে পারেন।এরপর Save Template এ ক্লিক করলেই কাজ OK ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না
সূত্র : ভিসিটর টিউন