বঙ্গবন্ধু ও বাংলাদেশ কবিতা


দেশের কথা বলতে গেলেই মনে পড়ে বঙ্গবন্ধুর নাম
কৈশোর হতেই প্রতিবাদী তাই সবাই দিতেন দাম
দেশ জনতার স্বার্থে তিনি নিজেকে দিতেন জলাঞ্জলি
ক্ষণজন্মা পুরুষ ছিলেন তাই দেশবাসী জানাই শ্রদ্ধাঞ্জলি।

স্বেচ্ছাচারি শোষক- শাসকের বিরুদ্ধে অবস্থান নেন যিনি
জনগণকে ঐক্যবদ্ধ করতে বড় ভূমিকা নেন তিনি
পরাধীনতার শৃঙ্খল মুক্ত হোক সর্বান্তকরণে
চেয়েছেন
ঔপনিবেশিক শক্তি চূর্ণের নিমিত্তে জীবন সঁপেছেন।

সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন অন্তরে লালন করেছেন
সত্য ও ন্যায়ের পক্ষে তিনি আজীবন ধরে লড়েছেন
ভীতি ও অত্যাচারের মুখেও নিজ স্বার্থের দিকে যাননি
স্বাধীনতার মূর্ত প্রতীক তিনি, ব্যর্থতা কখনো চাননি।

শোষিতের পক্ষে নির্ভীক অবস্থানের জন্য জনপ্রিয়
যিনি
অবিসংবাদিত এক বিশ্বনেতার স্বীকৃতি পেয়েছেন তিনি।
নির্যাতিত ও শোষিত মানুষ তাঁকে সাদরে গ্রহণ করে
গণতন্ত্রের অতন্দ্র সৈনিক বঙ্গবন্ধু বিশ্বমানবের তরে।

বায়ান্ন'র রাষ্ট্রভাষা
চুয়ান্ন'র যুক্তফ্রন্ট
আটান্ন'র সামরিক বিরোধী
বাষট্টি'র শিক্ষা আন্দোলন
ছেষট্টি'র ছয়দফায় ও নিরবধি-
ত্যাগ ছিল তাঁর প্রজ্জ্বলিত সূর্যের মতোই দীপ্যমান,
তাঁর সম্পর্কে যত পড়ি আমি তত হয়ে যাই মুহ্যমান।
.
ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও সত্তরের নির্বাচনে সবার
উর্ধ্বে
সক্রিয় নেতৃত্বের আরো প্রমাণ পাই একাত্তরের
মুক্তিযুদ্ধে
স্বাধীকার আন্দোলনের প্রধান শক্তির উৎস ছিলেন যিনি
গণতান্ত্রিক অধিকারের পক্ষে সর্বদা বজ্রকণ্ঠ তিনি।
স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক দলিল ৭ই মার্চের ভাষণ
বঙ্গবন্ধুর দুরদর্শিতায় ইতি ঘটে পাকিস্তানি শাসন
নির্লোভ নিরহংকার বিরল নেতৃত্বে বাঙালি চিরঋণী
বঙ্গবন্ধুর নামটা স্বর্ণাক্ষরে লেখা রবে চিরদিনই।